kalerkantho


রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রতিবাদ

সিরাজগঞ্জে কালের কণ্ঠ'র শুভ সংঘের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি    

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:০১সিরাজগঞ্জে কালের কণ্ঠ'র শুভ সংঘের মানববন্ধন

সিরাজগঞ্জে কালের কণ্ঠ'র শুভ সংঘের আয়োজনে মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের এস এস রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ  করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, জেলা বাসদের সমন্বয়ক নব কুমার, শুভ সংঘের সাধারণ সম্পাদক অসীম সেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহসভাপতি শেখ খালিদ স্ইাফুল্লাহ সাদী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান রহমান শিবলী প্রমুখ।

বক্তারা বলেন, নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার মতো যন্ত্রণা  একমাত্র তারাই বোঝে যারা এর শিকার হয়। আমরাও ১৯৭১ সালে নিজ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। তাই আমরা এর যন্ত্রণা  বুঝি। তাই সারা বিশ্বের মানুষকে এই নির্যাতিত মানুষের পাশে এগিয়ে আসতে হবে। মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে।

বক্তারা বলেন, বর্তমান সরকারও নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। তাই দেশের প্রত্যেক মানুষকে যার যার অবস্থান থেকে প্রতিবাদমুখর হয়ে উঠতে হবে। তবেই বিশ্ব নেতারা রোহিঙ্গাদের প্রতি অমানববিক আচরণের জন্য বার্মা সরকারের ওপর চাপ প্রযেগ করবে।

রাজু আহমেদের সঞ্চলনায় মানববন্ধনে কালের কণ্ঠ'র শুভ সংঘ সিরাজগঞ্জ জেলা শাখার কমিটির নেতৃবৃন্দসহ কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। 


মন্তব্য