kalerkantho


রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে জাসদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:০৭রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে জাসদের মানববন্ধন

মিয়ানমারে গণহত্যা বন্ধ এবং রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে ফরিদপুর জেলা জাসদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর শহরের নিলটুলী এলাকার ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে জাসদের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. শামসুল হক, নাজমুল কবীর মনির, শেখ মজিবর রহমান, আব্দুস সামাদ, মো. নান্নু মিয়া, শওকত শিকদার, বাবলু মিয়া প্রমুখ। বক্তারা বলেন, "আমাদের দেশের সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।" তারা অবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধ ও তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। 


মন্তব্য