kalerkantho

টিভি হাইলাইটস

১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটিভি হাইলাইটস

দুলাভাই জিন্দাবাদ

দুলাভাই জিন্দাবাদ

দেশটিভিতে রাত ৮টা ১৫ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘দুলাভাই জিন্দাবাদ’। নাট্যরূপ মানস পাল। গল্প ভাবনা ও পরিচালনা শাহীন সরকার। অভিনয়ে আল মনসুর, ফজলুর রহমান বাবু, নিলয় আলমগীর, আ খ ম হাসান, আমিন আজাদ, তারিক স্বপন, শফিক খান দিলু, মুনিরা মিঠু, শশী প্রমুখ।

 

রব দ্য রোবট এবং লিটল পিপল

রব, এমা, টিকে ও অরবিট—বুদ্ধিমান চার রোবট বন্ধু। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ঘুরে বেড়ায় নানা গ্রহে। ওদের রোমাঞ্চকর অভিযান নিয়ে আসছে ‘রব দ্য রোবট’। অন্যদিকে হাসি, আনন্দ ও গানে গানে দেখানো হবে তাদের বন্ধুর মজার কাহিনি ‘লিটল পিপল’। কার্টুন দুটি প্রচারিত হবে দুরন্ত টিভিতে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

 

ক্লিক

বিবিসির প্রযুক্তিবিষয়ক অনুষ্ঠান ‘ক্লিক’ এবার হাজির হয়েছে কসোভোতে। ফেসবুকের কিছু সংস্কার কিভাবে সেখানকার ভুয়া সংবাদ শিল্পে প্রভাব ফেলছে তাই বোঝার চেষ্টা করবে ‘ক্লিক’। অনুষ্ঠানটি দেখা যাবে বিকেল ৩টায়, বিবিসি ওয়ার্ল্ড নিউজে।

 

আ বিলিয়ন-ডলার হেডেক

ওষুধ হিসেবে ব্যথানাশক ট্যাবলেটের দাম কম আর দ্রুত কার্যকরীও বটে। ফলে ইউরোপে এটির ব্যবহারকারীর সংখ্যা লাখ লাখ। কিন্তু দীর্ঘ মেয়াদে এটি ব্যবহারের কুফল সম্পর্কে ব্যবহারকারীদের অন্ধকারেই রাখতে চায় ওষুধ কম্পানিগুলো। প্রামাণ্যচিত্রটি দেখা যাবে বিকেল ৩টা ১৫ মিনিটে, ডয়চে ভেলে।

মন্তব্য