kalerkantho

ভারার জন্য প্রস্তুতি

রংবেরং প্রতিবেদক   

১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারার জন্য প্রস্তুতি

এবারের জন্মদিনে হাজির হয়েছিলেন ‘ভারা’তে। ছবিটি সেদিনই তোলা

সেপ্টেম্বরের শুরুর দিকে মাহিয়া মাহি ঘোষণা দিয়েছিলেন ‘ভারা’ নামে একটি ফ্যাশন হাউস চালু করবেন। মাঝখানে কেটে গেছে এক মাস। এই এক মাসে উত্তরা ১১ নম্বর সেক্টরে নিয়েছেন ফ্লোর। কিনেছেন ১০টি সেলাই মেশিন। শুধু তাই নয়, ১১ জন কর্মীও নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহে মুস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং থেকে ফিরে একটানা সময় দিচ্ছেন ‘ভারা’র পেছনে। নিজেই হাউসটির ফ্যাশন ডিজাইনার। আর তাই নতুন নতুন ডিজাইনের পোশাক তৈরি করতে কখন যে সময় চলে যাচ্ছে নিজেও জানেন না মাহি। বলেন, ‘আপাতত কোনো শুটিং নেই। এখন খাওয়া আর ঘুমের বাইরে শুধুই ফ্যাশন হাউসটি নিয়ে ভাবছি। দেশ-বিদেশের নানা ডিজাইন দেখছি অনলাইনে। সেগুলোর সঙ্গে আমাদের দেশি ডিজাইনগুলোর একটা যোগসাজশ করার চেষ্টা করছি। নতুন বছরের শুরু থেকে ঢাকায় বেশ কয়েকটি শোরুম নেওয়ার ইচ্ছা আছে। কিন্তু তার আগেই মজুদ বাড়াতে হবে। ইচ্ছা আছে, আরো কয়েকজন কর্মী নিয়োগ দেব। দেখা যাক, কত দূর করতে পারি।’

মন্তব্য