kalerkantho


বারবার আইডি হ্যাক্ড

রংবেরং প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০১৮ ০০:০০বারবার আইডি হ্যাক্ড

সব সময় নিজের কাজের খবরাখবর ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানান সাবিলা নূর। কিন্তু সম্প্রতি বেশ কয়েকবার তাঁর আইডি হ্যাক্ড হয়েছে। সর্বশেষ ১৪ অক্টোবর আইডিটি উদ্ধার করেন সাবিলা। কিন্তু ২৪ ঘণ্টাও রাখতে পারেননি নিজের আয়ত্তে। পরদিনই আবার হ্যাক্ড হয়েছে। বিষয়টি নিয়ে দারুণ চটেছেন অভিনেত্রী। বলেন, ‘আইডি যিনি হ্যাক করছেন, তিনি আমার ভক্ত বলে দাবি করেছেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন, আমি নাকি ভক্তদের কমেন্টের উত্তর দিই না। এটা কেমন অভিযোগ! সবার কমেন্টের উত্তর কিভাবে দেব? শুটিং ও অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকি। ইচ্ছা থাকলেও তো উত্তর দেওয়া সম্ভব হয় না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে বারবার শুধু আমার নয়, অনেক তারকার আইডিই হ্যাক্ড হচ্ছে। সময় এসেছে পদক্ষেপ নেওয়ার।’মন্তব্য