kalerkantho


নাম বদলে লাভ আছে

রংবেরং ডেস্ক   

২২ অক্টোবর, ২০১৮ ০০:০০নাম বদলে লাভ আছে

মাস চারেক আগে বাগদান হয়েছে, শোনা যাচ্ছে গোপনে বিয়েও করেছেন। এর মধ্যেই নিজের নাম বদলে হেইলি বিবার করার আবেদন করেছেন হেইলি বল্ডউইন। তবে শুধু বিবারের স্ত্রী হওয়ার জন্যই নয়, হেইলির এই আবেদন ব্যবসায় লাভের জন্যও বটে। দ্রুতই পোশাকের ব্যবসায় নামতে যাচ্ছেন হেইলি। এ জন্যই চাইছেন নিজের কম্পানির সঙ্গে বিবারের নাম যুক্ত করতে, যাতে দ্রুতই জনপ্রিয়তা পাওয়া যায়। কম্পানির সঙ্গে যুক্ত একজন জানিয়েছেন, হেইলি এর মধ্যেই নতুন নামে কম্পানির অনুমোদনের জন্য আবেদন করেছেন। সেটা পাওয়া গেলে ওই নামেই প্রচারণা চালানো হবে। শুধু পোশাকই নয়, সূত্রটি জানায় ভবিষ্যতে আরো বেশ কিছু ব্যবসায় যুক্ত হবেন হেইলি।মন্তব্য