kalerkantho


ইরানি প্রযোজকের সঙ্গে অনন্তর চুক্তি

রংবেরং প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০১৮ ০০:০০ইরানি প্রযোজকের সঙ্গে অনন্তর চুক্তি

ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘দিন—দ্য ডে’। ছবিটির বাংলাদেশি অংশের প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি অভিনয় করবেন অনন্ত জলিল। ১৮ অক্টোবর ইরানের রাজধানী তেহরানের বিলাসবহুল হোটেল এসপিনাস প্যালেসে অনন্তর সঙ্গে ইরানি অংশের পরিচালক মুর্তজা অতাশ জমজম এক আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার ইরানিয়ান কালচারাল কাউন্সিলরের সাবেক পরিচালক সাইয়েদ হোসাইনি, মুমিত আল রশিদ প্রমুখ। ছবিতে অনন্তর সঙ্গে বাংলাদেশ থেকে অভিনয় করবেন বর্ষা। এ ছাড়া ইরান ও লেবানন থেকেও প্রথম সারির কয়েকজন অভিনেতা-অভিনেত্রী থাকবেন। অনন্ত জানিয়েছেন, চলচ্চিত্রটির বেশির ভাগ শুটিং হবে ইরানে। তাই ইরানে শুটিংয়ের সব খরচ এবং ইরানের শিল্পীদের পারিশ্রমিক সে দেশের প্রযোজক বহন করবেন। বাংলাদেশের অংশের খরচ ও শিল্পীদের সম্মানী বহন করবেন এ দেশের প্রযোজক।মন্তব্য