kalerkantho


কারণ হাশিমোটো

রংবেরং ডেস্ক   

২১ অক্টোবর, ২০১৮ ০০:০০কারণ হাশিমোটো

এমনিতে ততটা ওজন কখনোই ছিল না। যাও ছিল ইদানীং সেটাও কমছে। জিজি হাদিদের এই শুকিয়ে যাওয়া নিয়ে ঠাট্টা মসকরাও চলছে। জনপ্রিয় এই মডেলের ছবি দিয়ে তৈরি নানা ধরনের মিম ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশির ভাগেরই মত—এত হ্যাংলা পাতলা হওয়ার পরও কেন ওজন কমাতে হবে তাকে? এক টক শোতে এ নিয়ে মুখ খুলেছেন জিজি। জানালেন নিজের অসুস্থতার কথা, ‘জানি, আমার ওজন নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু সত্যিটা হলো, ইচ্ছা করে কিছু করছি না। আমি হাশিমোটোয় [এক ধরনের থাইরয়েড অসুখ] আক্রান্ত, এ জন্যই দ্রুত ওজন কমছে।’ ওজন কমে যাওয়াটা তাঁর নিজেরও পছন্দ নয় বলে জানান জিজি, ‘আমি মোটেও রোগা-পাতলা হওয়া পছন্দ করি না। মোটাসোটা হতেই চাই। কিন্তু বিশেষ ধরনের ব্যায়াম, প্রচুর বার্গার খাওয়ার পরও কাজ হচ্ছে না।’মন্তব্য