kalerkantho


টিভিতে পূজার আয়োজন

১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০টিভিতে পূজার আয়োজন

আনন্দময়ী

আনন্দময়ী [রাত ১০টা] : বিশেষ এই অনুষ্ঠানে গান করবেন অণিমা রায় ও দেবলীনা সুর। গানের পাশাপাশি আলাপচারিতায়ও অংশ নেবেন তাঁরা। উপস্থাপনায় চম্পা বণিক।

মহানবমী [সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট] : বনানী মাঠ থেকে সরাসরি প্রচার করা হবে অনুষ্ঠানটি। গান করবেন অদিতি মুন্সী ও শাহ আলম সরকার। মঞ্চায়ন করা হবে মনিপুর থিয়েটারের নাটক ‘কহে বীরাঙ্গনা’।

অল দ্য প্রেসিডেন্ট’স প্রফিট

সাদাসিধে এক বিষয়ের পেছনেই বোধ হয় লুকিয়ে থাকে বড় কোনো কেলেঙ্কারি। প্রেসিডেন্ট পদের কল্যাণে কিভাবে লাভবান হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এ অনুষ্ঠানে সেদিকেই নজর দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি দেখা যাবে বিকেল ৪টায়, আলজাজিরায়।

স্প্লেটালট

মধ্যযুগীয় থিমের ওপর ভিত্তি করে এই গেম শোটি তৈরি করা হয়েছে। এই গেমের প্রতিযোগীরা বয়সে শিশু-কিশোর। কয়েকটি ধাপ পেরিয়ে একজন প্রতিযোগীকে জয়ী হতে হবে। অনুষ্ঠানটি দেখা যাবে সকাল ১১টা ৩০ মিনিটে, জি ক্যাফে এইচডিতে।

 মন্তব্য