kalerkantho


দাদাবাড়িতে সবচেয়ে বড় পূজামণ্ডপ

রংবেরং প্রতিবেদক   

১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০দাদাবাড়িতে সবচেয়ে বড় পূজামণ্ডপ

বাগেরহাটের শিকদারবাড়ির পূজামণ্ডপে এ বছর বানানো হয়েছে ৭০১টি প্রতিমা। আগের দুই বছর বানানো হয়েছিল যথাক্রমে ৬০১ ও ৬৫১টি। বাংলাদেশের সবচেয়ে বড় পূজামণ্ডপ এটিই। গত বছরও সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল, এশিয়ার সবচেয়ে বড় মণ্ডপ এটি। অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম সেই শিকদারবাড়িরই মেয়ে। গতকাল সকালেই মা-বাবাকে নিয়ে হেলিকপ্টারে উড়ে পূজা উদ্যাপন করতে বাড়িতে গেছেন তিনি। একটু পরেই ছুটে যান পূজামণ্ডপে। মিম বলেন, ‘বাড়িতে পূজামণ্ডপ দেখতে আসার আনন্দই আলাদা। বাংলাদেশের সবচেয়ে বড় পূজামণ্ডপ এটিই। পরিচিত সবার সঙ্গে দেখা হয়। সবাই মিলে হৈচৈ করি। এ ছাড়া সারা দেশের মানুষ পূজা দেখতে আসে এখানে। খুবই মজা হয়। এবার দশমীর দিন পর্যন্ত এখানে থাকব।’

আরো বলেন, ‘আমার মাসির ছেলে লিটন শিকদার ২০১০ সাল থেকে প্রতিবছর এই পূজার আয়োজন করেন। প্রতিবারই আগেরবারের চেয়ে বেশি প্রতিমা বানানো হয়।’

 মন্তব্য