kalerkantho


কানাডায় কঞ্জুস

রংবেরং প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০কানাডায় কঞ্জুস

আগামী ১৮ থেকে ২১ অক্টোবর কানাডার নোভা স্কশিয়ায় অনুষ্ঠিত হবে ‘লিভারপুল ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভাল ২০১৮’। এতে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের লোক নাট্যদলের নাটক ‘কঞ্জুস’। ২০ অক্টোবর ঐতিহ্যবাহী ‘এস্টর থিয়েটার স্টেজ’-এ স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় প্রদর্শিত হবে নাটকটি। এ উৎসবে বিশ্বের ১০টি দেশের নির্বাচিত নাটক মঞ্চস্থ হবে। এতে অংশগ্রহণের জন্য লোক নাট্যদলের ১২ সদস্যের একটি দল ১৭ অক্টোবর কানাডায় পৌঁছবে। দলনেতা লিয়াকত আলী লাকীর নেতৃত্বে দলে থাকবেন স্বদেশরঞ্জন দাশগুপ্ত, সাবিনা বারী লাকী, সামসুদ্দিন আহমেদ সাগর, মনিরুল হক সরকার, রুবেল শঙ্কর, আজিজুর রহমান সুজন, মাসউদ সুমন, খাদিজা মোস্তারী মাহিন, পলি কুজুর ও শাহরিয়ার কামাল। বাংলাদেশের সর্বাধিক ৭১৪ বার মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’ রূপান্তরে তারিক আনাম খান, নির্দেশনায় লিয়াকত আলী লাকী। কানাডায় হবে এটির ৭১৫তম প্রদর্শনী। এর আগে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে নাটকটি।  উৎসব শেষে লোক নাট্যদল কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বাংলাভাষী সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেবে। দলটি দেশে ফিরবে ২৭ অক্টোবর।মন্তব্য