kalerkantho


আমিরের জাপানি ভক্ত

রংবেরং ডেস্ক   

১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০আমিরের জাপানি ভক্ত

‘দঙ্গল’ দিয়ে চীনা দর্শকদের মন জয় করে নিয়েছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন এক জাপানি চলচ্চিত্র পরিচালকও। ‘চিহায়াফুরু’ ট্রিলজি খ্যাত নরিহিরো কয়োজুমি গত মাসে হাজির হয়েছিলেন ভারতে। সেখানে চলা এক জাপানি চলচ্চিত্র উৎসবে অংশ নেন। ভারতে থাকাকালে সময় নষ্ট না করে বেশ কিছু ছবিও দেখেছেন। তবে সেসব দেখার আগে তাঁর ভারতীয় ছবির অভিজ্ঞতা বলতে ছিল আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ ও ‘দঙ্গল’। তাঁর ভাষায়, ‘ভারতীয় ছবি বলতে আমার কাছে মনে হতো নাচ-গানের ছবি। তবে এখানে আসার পর অন্যান্য ছবি দেখে আমার সেই ধারণা পাল্টে গেছে। এখানে শুধু নাচ-গান ঘরানার ছবি বাদেও বিভিন্ন ধরনের ছবি হয়ে থাকে। আমির খানের দুই ছবিও দেখেছি। অসাধারণ এক অভিনেতা। আমার তো মনে হয়, উনি জাপানি ছবিতে সহজেই অভিনয় করতে পারেন। কিংবা আমিও ভারতীয় ছবি পরিচালনা করতে পারি। দুইভাবেই আমির খানের সঙ্গে কাজ করতে পারি।’

 

 মন্তব্য