kalerkantho

আরো খবর

১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০আরো খবর

সিয়াম আহমেদ

♦ সিঙ্গাপুরে আজ একই মঞ্চে উঠবেন জেমস ও অপু বিশ্বাস। ‘বাংলাদেশ কনসার্ট’ শিরোনামের এই আয়োজনে অংশ নেবেন আরো কয়েকজন বাংলাদেশি শিল্পী।

♦ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে।

♦ কোরবানির ঈদে একটি হলে মুক্তি পেয়েছিল ‘বেপরোয়া’। ববি ও রোশান অভিনীত ছবিটি শিগগিরই একসঙ্গে দুই বাংলায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু তার আগে ছবির দুটি গান পুনরায় শুটিং করবেন বলে জানিয়েছেন প্রযোজক আব্দুল আজিজ। আগে গান দুটি তড়িঘড়ি করে নির্মাণ করেছিলেন ঈদে মুক্তি দেওয়ার জন্য। দুটি গানেই ববি আর রোশান থাকবেন।

♦ একটি কফির বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। সম্প্রতি উত্তরায় শেষ করেছেন শুটিং। তাঁর সঙ্গে আছেন নাদিয়া নদী।মন্তব্য