kalerkantho


পারিশ্রমিক বাড়াও

রংবেরং ডেস্ক   

২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০পারিশ্রমিক বাড়াও

বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকের পার্থক্য নিয়ে কথা বলেছেন কঙ্গনা রানাওয়াত, দীপিকা পাড়ুকোন থেকে প্রিয়াঙ্কা চোপড়া। এবার তাঁদের সঙ্গে কণ্ঠ মেলালেন এক অভিনেতা—বরুণ ধাওয়ানও। এক সাক্ষাৎকারে তিনি ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাটের প্রতি আহ্বান জানান পারিশ্রমিক বাড়াতে, “আলিয়া যে নিজেই হিট ছবি দিতে পারে ‘রাজি’ তার প্রমাণ। ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ বা ‘টু স্টেটস’-এর ক্ষেত্রে সবাই বলেছে আমি বা অর্জুন [কাপুর] ছিলাম। কিন্তু ‘রাজি’তে শুধু আলিয়াই ছিল। এরপর আর কেউ কিছু বলতে পারবে না। এই সুযোগে অবশ্যই ওর পারিশ্রমিক বাড়ানো উচিত।” বরুণ আর আলিয়া একসঙ্গে করণ জোহর প্রযোজিত ‘কলঙ্ক’ ছবির শুটিং করছেন। সেটে দেখা হলেই পারিশ্রমিক বাড়ানো নিয়ে আলিয়ার সঙ্গে কথা বলবেন বলেও জানান অভিনেতা, ‘ওকে বলব টাকার অঙ্কটা বাড়াতে, তাহলে মাঝেমধ্যে আমরাও কিছু নিতে পারব [হাসি]।’

 মন্তব্য