kalerkantho


অমিতাভের শুভেচ্ছা

রংবেরং ডেস্ক   

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০অমিতাভের শুভেচ্ছা

কারো অভিনয় দেখে ভালো লাগলেই ফুলসহ হাতে লেখা শুভেচ্ছাবার্তা পাঠান অমিতাভ বচ্চন। অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’ এতটাই ভালো লেগেছে যে ছবি শেষ করেই ভিকি কৌশল আর তাপসী পান্নুকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তবে ছবির আরেক অভিনেতা নিজের ছেলে অভিষেক বচ্চনের অভিনয় সম্পর্কে কিছুই বলেননি ‘বিগ বি’। অভিতাভের পাঠানো চিঠি আর ফুলের ছবিসহ ভিকি টুইট করেন, ‘এটা আমার কাছে সারা দুনিয়া পেয়ে যাওয়ার মতো। শুভেচ্ছা জানিয়ে ফুলসহ হাতে লেখা চিঠির জন্য স্যার বচ্চনকে অনেক ধন্যবাদ।’

এই অভিনেতাকে লেখা চিঠিতে অমিতাভ বলেছেন, “সব সময়ই তোমার কাজের ভক্ত আমি, ‘মনমর্জিয়া’তে তোমার অভিনয়বৈচিত্র্য অসাধারণ।” বুকের ওপর অমিতাভের চিঠি, পাশে ফুলের তোড়া—এমন ছবি দিয়ে টুইট করেছেন তাপসী, ‘অবশেষে! এই চিঠি! একটা মাইলস্টোন অর্জিত হলো।’

অন্যদিকে দুই বছরের বিরতির পর এই ছবি দিয়েই ফিরেছেন অভিষেক। এ জন্য তিনি বাবার প্রতিক্রিয়া জানতে উদ্গ্রীব। কিন্তু ‘মনমর্জিয়া’র বিশেষ প্রদর্শনী শেষে ছেলেকে অমিতাভ বলেন, এ নিয়ে তাঁর সঙ্গে তিনি আলাদা করে কথা বলবেন।মন্তব্য