kalerkantho


ঢাকায় অঞ্জু ঘোষ

রংবেরং প্রতিবেদক   

৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ঢাকায় অঞ্জু ঘোষ

অঞ্জু ঘোষের হাতে ফুল তুলে দিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান

গত সপ্তাহে কালের কণ্ঠ’র কলকাতা প্রতিনিধিকে জানিয়েছিলেন, ‘পুজোর আগে একবার বাংলাদেশ ঘুরে আসব।’ কথা রাখলেন অঞ্জু ঘোষ। হঠাৎ করে ৬ সেপ্টেম্বর ঢাকায় এলেন আশির দশকের জনপ্রিয় এই অভিনেত্রী। উঠেছেন এক আত্মীয়র বাসায়। গণমাধ্যমের মুখোমুখি হননি একেবারেই। গতকাল চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তাঁর সঙ্গে দেখা করতে যান।

জায়েদ জানান, দীর্ঘদিন পর দেশে এসেছেন অঞ্জু। এখানে ছবি প্রযোজনার কথাও ভাবছেন। তাঁকে পেয়ে খুশি চলচ্চিত্রের সবাই। এমনিতে কলকাতায় থাকাকালীন পুরনো সহকর্মীদের খোঁজ-খবর রাখতেন নিয়মিত। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে চলচ্চিত্রের কেউ কলকাতায় গেলেও বাসায় দাওয়াত করে খাওয়াতেন। ৯ সেপ্টেম্বর এফডিসিতে তাঁকে সংবর্ধনা জানাবেন শিল্পী ও কলাকুশলীরা। সেদিন সাংবাদিকদের সঙ্গেও সরাসরি কথা বলবেন তিনি।মন্তব্য