kalerkantho


মঞ্চে ফিরলেন সুবর্ণা মুস্তাফা

রংবেরং প্রতিবেদক   

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০মঞ্চে ফিরলেন সুবর্ণা মুস্তাফা

ঢাকা থিয়েটারের হয়ে একাধিক মঞ্চনাটকে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। বিশেষ করে সেলিম আল দীনের লেখা ‘যৈবতী কন্যার মন’ নাটকে পরী চরিত্রে তাঁর অভিনয় এখনো দর্শকদের মনে জায়গা করে রেখেছে। নাটক, সিনেমা ও অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘদিন তুখোড় এই অভিনেত্রীকে দেখা যায়নি মঞ্চে। অপেক্ষায় ছিল সবাই। তবে এবার সেই অপেক্ষার পালা শেষ হলো। কানাডার টরন্টোতে।

বদরুল আনাম সৌদ রচিত ও নির্দেশিত ‘একটি কাল্পনিক সত্যি কাহিনী’তে অভিনয় করলেন তিনি। নাটকটির শিল্প নির্দেশক ছিলেন উত্তম গুহ। ৪০ মিনিটের নাটকটি উপভোগ করেছে হল ভর্তি দর্শক। এতে সুবর্ণা ছাড়াও অভিনয় করেন চিত্রলেখা গুহ ও আহমেদ হোসেন।মন্তব্য