kalerkantho


ঢাকায় এলেন শিনা

রংবেরং প্রতিবেদক   

২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ঢাকায় এলেন শিনা

বিপিএল উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয় শিনা চৌহান। গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় উপস্থাপনা করতে ঢাকায় এসেছিলেন। ৩১ আগস্ট বিকেলে আবার ঢাকায় পা রাখলেন ভারতীয় এই মডেল। টুইটারে লেখেন. ‘কেমন আছেন আপনারা?’ ১ সেপ্টেম্বর লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘বঙ্গবন্ধু গোল্ড কাপ’ টুর্নামেন্টের টিম ড্র অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। ঢাকায় এসে দ্বিতীয় টুইটে শিনা লেখেন, ‘দারুণ হৃদয়ের মানুষদের দেশে আবারও এসে খুব ভালো লাগছে। বিউটিফুল বাংলাদেশ।’

মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছবিতে অভিনয় করেছিলেন শিনা।মন্তব্য