kalerkantho


শিগগিরই বিয়ের ঘোষণা

রংবেরং ডেস্ক   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০আনুশকা শর্মা-বিরাট কোহলি, সোনম কাপুর-আনন্দ আহুজার বিয়ে হয়ে গেল। বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রিয়াংকা চোপড়া আর নিক জোনাসও। বাদ আছেন কেবল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কয়েক বছর ধরে তাঁদের নিয়ে নানা গুজব রটলেও সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কখনোই স্বীকার করেননি তাঁরা। রণবীর পরোক্ষভাবে মাঝেমধ্যে ইঙ্গিত দিলেও দীপিকার মুখ দিয়ে বের করা যায়নি একটি শব্দও। এরই মধ্যে কিছুদিন আগে চাউর হয়, ২০ নভেম্বর তাঁদের বিয়ে। স্বভাবতই সংবাদমাধ্যমের মুখোমুখি হলে কাজের চেয়ে বিয়ে নিয়েই বেশি প্রশ্ন শুনতে হচ্ছে তাঁদের। তাই দীপিকা ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর মুখোমুখি হতেই ভেসে এলো প্রশ্নবাণ। উত্তরে একেবারে নিরাশ করেননি অভিনেত্রী। বলেছেন এ নিয়ে শিগগিরই জানতে পারবে সবাই। যদিও নিজে ‘রণবীর’, ‘বিয়ে’ এসব শব্দ একবারও উচ্চারণ করেননি, তবে নভেম্বরে রণবীরের সঙ্গে বিয়ে হবে কি না জানতে চাইলে ‘বাজিরাও মাস্তানি’ অভিনেত্রী বলেন, ‘এ বিষয়ে দ্রুতই ঘোষণা আসবে।’

অভিনেত্রীর এমন মন্তব্যকে অনেকেই দেখছেন বিয়ের পরোক্ষ স্বীকারোক্তি হিসেবে। অবশ্য এ বছরের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিতে শুরু করেছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে রণবীরের ছবিতে ‘মাই লাভ’ লিখে কমেন্ট করতেও দেখা গিয়েছিল তাঁকে।মন্তব্য