kalerkantho


সেলেনার জন্য ভালোবাসা

রংবেরং ডেস্ক   

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সেলেনার জন্য ভালোবাসা

হেইলি বল্ডউইন

জাস্টিন বিবার আর সেলেনা গোমেজের মধ্যে বলা যায় ছেলেবেলার প্রেম ছিল। সেই প্রেম ভেঙে যাওয়ার পর স্বভাবতই মন খারাপ থাকার কথা সেলেনার। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে সেটা স্বীকারও করেছেন গায়িকা। বলেছেন পুরনো সম্পর্কের রেশ থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। সেলেনার এই দুঃখে সহমর্মিতা প্রকাশ করেছেন বিবারের বর্তমান প্রেমিকা হেইলি বল্ডউইনও। সংবাদমাধ্যমগুলো হেইলির বিভিন্ন সূত্র উল্লেখ করে এ খবর প্রকাশ করেছে।

২১ বছর বয়সী মডেলকে উদ্ধৃত করে বলা হয়, ‘ওদের এত দিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মন খারাপ হওয়ারই কথা। তাঁর জন্য আমার সত্যিই খারাপ লাগছে।’ সংবাদমাধ্যমে বিবারের প্রেমে পড়ার কারণও বলেছেন হেইলি, ‘সে প্রতিভাবান, সফল, বিশ্ববিখ্যাত আর ধনী। এমন একজনের প্রেমে পড়বে যে কেউই। বিবারের মতো একজনকে কেউই হারাতে চাইবে না। সত্যি বলতে সেলেনার জন্য আমারও কষ্ট হয়।’

গেল জুলাইতে হেইলি-বিবারের বাগদান হয়। বিয়ের দিন-তারিখ নিয়ে নানা কানাঘুষা শোনা গেলেও এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।মন্তব্য