kalerkantho


ঝামেলা করলে খবর আছে

রংবেরং ডেস্ক   

২০ আগস্ট, ২০১৮ ০০:০০ঝামেলা করলে খবর আছে

হলিউডে যৌন হয়রানির ঘটনায় উদ্বিগ্ন অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। কারণ তাঁর মেয়ে অলিভিয়া ওয়াশিংটনও এসেছেন অভিনয়জগতে। তবে মেয়ের সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ ‘ইকুয়ালাইজার’ অভিনেতা। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর মেয়ের সঙ্গে উল্টাপাল্টা কিছু করলে খবর করে ছাড়বেন, ‘এটা স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি আমার মেয়ের সঙ্গে ঝামেলা করে, তাদের কোমর ভেঙে দেব। এই কথাটা সবাইকে জানিয়ে দিন।’ সাক্ষাৎকারে ডেনজেল  চলমান ‘মি টু’ আন্দোলন নিয়েও কথা বলেন। তাঁর মতে, এই আন্দোলন যৌন হয়রানি নিয়ে হলিউডের দৃষ্টিভঙ্গিতে বদল আনবে, ‘একটা পরিবর্তন তো আসবেই। সেটা কী হবে তা সময়ই বলে দেবে। তবে এখন যা হচ্ছে তা ভালোই।’

ডেনজেলকন্যা ২৭ বছর বয়সী অলিভিয়া ২০১৩ সালে ‘দ্য বাটলার’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন। এরপর করেছেন বেশ কয়েকটি টিভি সিরিজ, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ‘মি. রোবট’। এই ক্রাইম থ্রিলারের পাঁচ পর্বে সিআইএ এজেন্ট চরিত্রে অলিভিয়ার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।মন্তব্য