kalerkantho


এফডিসিতে কোরবানি

রংবেরং প্রতিবেদক   

১৮ আগস্ট, ২০১৮ ০০:০০এফডিসিতে কোরবানি

শুরুটা করেছিলেন পরীমণি। এফডিসির দুস্থ শিল্পীদের মাঝে কোরবানির মাংস বিলিয়ে দিতে গত বছর গরু কোরবানি দিয়েছিলেন এই অভিনেত্রী। এবার পরীর দেখানো পথে হাঁটছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ঈদে শিল্পী সমিতির সদস্যদের জন্য তিনটি গরু কোরবানি দেবে তারা। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ‘গত ঈদে আমরা সমিতির পক্ষ থেকে অসচ্ছল শিল্পীদের মাঝে অর্থ প্রদান করেছিলাম, যাতে তাঁরা পছন্দমতো কেনাকাটা করতে পারেন। এবার গরু কোরবানির সিদ্ধান্ত হয়েছে। এটা কোনো সাহায্য নয়, বরং সমিতির সদস্যদের মধ্যে সম্প্রীতির বন্ধন মজবুত করতেই এই উদ্যোগ।’

জায়েদ আরো জানান, তালিকাভুক্ত শিল্পীদের বাসায় মাংস, সেমাই, চিনি ও পোলাওয়ের চাল পৌঁছে দেওয়া হবে। এফডিসিতে এসে মাংস সংগ্রহ করতে হবে না। গত বছরের মতো এবারও এফডিসিতে গরু কোরবানি দেবেন পরীমণি। তিনি বলেন, ‘ইনশা আল্লাহ, নিয়ত করেছি দুটি গরু কোরবানি দেব এবার। মাত্রই সিঙ্গাপুর থেকে দেশে ফিরলাম। দু-এক দিনের মধ্যেই গরু কিনব। সারা বছর যাদের সঙ্গে কাজ করি ঈদের আনন্দটা তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। যত দিন বেঁচে থাকব, তত দিন এ কাজটা করতে চাই।’

 

 মন্তব্য