kalerkantho


১৮ ফুট ম্যুরাল

রংবেরং ডেস্ক   

১৪ আগস্ট, ২০১৮ ০০:০০১৮ ফুট ম্যুরাল

বেঁচে থাকলে গতকাল পরিবার আর বন্ধুবান্ধব নিয়ে নিজের ৫৫তম জন্মদিন পালন করতেন। শ্রীদেবীর সম্মানে গতকাল উদ্বোধন করা হলো একটি ম্যুরাল। মুম্বাইয়ের বান্দ্রার চ্যাপেল রোডের একটি দালানে স্থান পাওয়া এই ম্যুরালের উচ্চতা ১৮ ফুট। শিল্পী রঞ্জিত দাহিয়ার বলিউড আর্ট প্রজেক্টের অংশ হিসেবে শ্রীদেবীর জন্মদিনে এটা উদ্বোধন করা হলো। ম্যুরালটির কাজ শেষ করতে রঞ্জিতকে সাহায্য করেছেন বেশ কয়েকজন শিল্পী। এই ম্যুরালে শ্রীদেবীর লুকটি নেওয়া হয়েছে তাঁর অভিনীত ১৯৯৩ সালের ছবি ‘গুরুদেব’ থেকে।

বান্দ্রায় বেশ কয়েকজন বলিউড তারকার ম্যুরালও দেখতে পাওয়া যায়। সেসব তারকার মধ্যে আছেন অমিতাভ বচ্চন, দেব আনন্দ, অমরেশ পুরী, মধুবালা।  

 

 মন্তব্য