kalerkantho


ঋত্বিককে নিয়ে নাটক

রংবেরং প্রতিবেদক   

১৩ জুলাই, ২০১৮ ০০:০০প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটককে নিয়ে একটি মঞ্চনাটক প্রযোজনা করছে নাট্যদল থিয়েটার ৫২। নাটকটির নামও ‘ঋত্বিক’। রচনা ও নির্দেশনায় রয়েছেন মিজানুর রহমান। এটি দলটির চতুর্থ প্রযোজনা। নাম ভূমিকায় অভিনয় করছেন গোলাম শাহরিয়ার সিক্ত। তিনি বলেন, ‘চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন ঋত্বিক ঘটক। এই নাটকটিতে তাঁকে মঞ্চের দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই আমরা।’ নাটকে ঋত্বিক ঘটকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন জয়িতা মহলানবীশ। মঞ্চ ও আবহ সংগীতে থাকছেন মিজানুর রহমান। আগামী ২১ জুলাই সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হবে নাটকটির।

 মন্তব্য