kalerkantho


‘ফেয়ার প্লে’

২৪ মে, ২০১৮ ০০:০০‘ফেয়ার প্লে’

কদিন বাদেই শুরু হচ্ছে ‘বিশ্বকাপ ফুটবল ২০১৮’। এই আয়োজন সামনে রেখে আলোচনায় মেতে উঠেছে গোটা দেশ। তৈরি হচ্ছে গান, নাটক। পলাশ মাহবুবের রচনায় আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘ফেয়ার প্লে’। আর্জেন্টিনার সমর্থক জাহিদ হাসান, তাঁর ছোট ভাই চঞ্চল চৌধুরীর পছন্দ ব্রাজিল। দুজনই পছন্দ করেন পাড়ার জার্মানি সমর্থক নুসরাত ইমরোজ তিশাকে। কে পাবেন তিশার মন? এরই মধ্যে নাটকটির শুটিং হয়েছে। এতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, রুনা খান প্রমুখ। বিশ্বকাপের সময় নাটকটি প্রচার করা হবে।

 মন্তব্য