kalerkantho


‘কালো’দের প্রতিবাদে শেষ হলো কান

রংবেরং ডেস্ক   

২১ মে, ২০১৮ ০০:০০এর আগে ৮২ জন নারীর অভূতপূর্ব প্রতিবাদের সাক্ষী হয়েছিল উৎসব। সমতার দাবিতে লাল গালিচায় সমাবেশ করেছিলেন অভিনেত্রীরা। এবারও একই দাবি, তবে প্রতিবাদে ‘কালো’ অভিনেত্রীরা। কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে ফরাসি সিনেমাজগতে বৈষম্যের প্রতিবাদে ১৬ জন অভিনেত্রী লাল গালিচায় জমায়েত হয়ে প্রতিবাদ জানান। তাঁদের নেতৃত্ব দেন সেনেগালিজ বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী আইসা মাইগা। একই প্রতিবাদ সমাবেশ থেকে ‘বিয়িং ব্ল্যাক ইজ নট মাই জব’ নামের একটি বইও প্রকাশ করা হয়। মাইগা বলেন, ‘আজ যা হলো তা আমার কল্পনার চেয়েও বেশি। এই সমাবেশ, এই প্রতিবাদ সত্যিই অসাধারণ। আমি দুই দশক ধরে অভিনয় করছি। আজকের মতো অনুভূতি কখনোই হয়নি। এটা সারা দুনিয়ার উদ্দেশে আমাদের বিবৃতি।’ এদিন লাল গালিচায় অভিনেত্রীরা প্রযোজক ও কাস্টিং ডিরেক্টরদের বিরুদ্ধে তাঁদের সব ক্ষোভ উগরে দেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মাইগা বলেন, ‘কালো বলেই অনেক চরিত্রে আমাকে নেওয়া হয়নি। একবার একটি ছবির আইনজীবী চরিত্রে চূড়ান্ত হওয়ার পরও বাদ দেওয়া হয়।’ অভিনেত্রী আরো জানান, মাত্র ১৬ জন নারী মিলেও যে কোনো আন্দোলন শুরু করা যায়, সেটা তাঁদের সমাবেশ প্রমাণ করেছে।

‘বিয়িং ব্ল্যাক ইজ নট মাই জব’ বইটি ফ্রান্সে এক মাস আগেই প্রকাশিত হয়েছে। যার সব কপি এর মধ্যেই শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন মাইগা।মন্তব্য