kalerkantho


যে কারণে ‘বেকার’

রংবেরং ডেস্ক   

২১ মে, ২০১৮ ০০:০০যে কারণে ‘বেকার’

ক্যারিয়ারের প্রায় সব ছবিই সুপারহিট। নানা বাধা-বিপত্তির পর মুক্তি পাওয়া ‘পদ্মাবৎ’ও ব্যবসা করেছে দুর্দান্ত। স্বভাবতই দীপিকা পাড়ুকোনের পেছনে প্রযোজক-পরিচালকদের লাইন লাগার কথা। কিন্তু ঘটনা উল্টো। হাল আমলে সবচেয়ে সফল বলিউড অভিনেত্রীর হাতে কোনো ছবিই নেই! তবে অন্য কিছু নয়, এর পেছনে কারণ দীপিকার অসুস্থতা। সঞ্জয়লীলা বানসালির ‘রাম লীলা’ ছবির একটি গানের শুটিংয়ের সময় বাহু ও ঘাড়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন অভিনেত্রী। ‘পদ্মাবৎ’-এ ভারী কস্টিউম পরে শুটিংয়ের সময় ফের ব্যথাটা জেগে ওঠে। তাঁর অসুস্থতার কারণেই মাস কয়েক আগে বিশাল ভরদ্বাজের ছবি স্থগিত করা হয়। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘ব্যথায় ও এতটাই কাবু হয়ে পড়েছে যে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে সাহস করছে না। সে নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখছে। বিশ্রাম নিলেই ব্যথাটা নিয়ন্ত্রণে চলে আসার কথা। সেটা হলেই নতুন ছবির কাজ শুরু করবে।’ তবে দীপিকার নতুন ছবি না করার পেছনে অন্য একটি কারণ জানিয়েছে আরেকটি সূত্র। তাদের মতে, রণবীর সিংয়ের সঙ্গে দ্রুতই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান দীপিকা। এ জন্যই নতুন কোনো ছবি করছেন না। তবে আসল সত্য যে কী, সেটা একমাত্র দীপিকা মুখ খুললেই জানা সম্ভব।মন্তব্য