kalerkantho


দ্রুততম সময়ে ১ কোটি

রংবেরং প্রতিবেদক   

১৮ মে, ২০১৮ ০০:০০দ্রুততম সময়ে ১ কোটি

বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে—মাত্র ১৪ দিনে ইউটিউবে এক কোটি ভিউয়ার পেয়েছে নবীন গায়ক আরমান আলিফের গান ‘অপরাধী’। ২৬ এপ্রিল ঈগল মিউজিক ভিডিও স্টেশনে গানটির ভিডিও আপলোড করা হয়। আর প্রথম ১৪ দিনেই কোটি ভিউয়ারের মাইলফলক স্পর্শ করে। ১৭ মে দুপুর পর্যন্ত গানটির ভিউয়ার

এক কোটি ৭২ লাখের বেশি। এতে লাইক পড়েছে দুই লাখ ২৭ হাজারের বেশি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা-সুরও করেছেন আরমান আলিফ। সংগীতায়োজনে অংকুর মাহমুদ। ফোনে আরমান আলিফকে পাওয়া না গেলেও গানটি নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন অংকুর মাহমুদ, ‘তৈরির সময় গানটি নিয়ে আমাদের ভালো একটা প্রত্যাশা ছিল। তবে গানটি এমন ইতিহাস গড়ে ফেলবে, কল্পনাও করিনি। সবার কাছ থেকে এত ভালো ভালো মন্তব্য পাচ্ছি, বলে শেষ করতে পারব না। মনে হচ্ছে আমাদের পরিচিত মহলটাই বদলে গেছে।’মন্তব্য