kalerkantho


সিয়ামের সঙ্গে কে?

রংবেরং প্রতিবেদক   

১ মার্চ, ২০১৮ ০০:০০সিয়ামের সঙ্গে কে?

ভাষা আন্দোলন নিয়ে ‘ফাগুন হাওয়া’ বানাবেন আগেই ঘোষণা দিয়েছিলেন তৌকীর আহমেদ। ছবির গল্প, লোকেশন ও পাত্রপাত্রী বাছাইয়ের কাজও শেষ। ৭ মার্চ খুলনায় শুরু হবে শুটিং। এত সব জানা গেলেও অভিনয়শিল্পীদের ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন পরিচালক। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ছবিতে নায়ক থাকছেন সিয়াম আহমেদ। এতে মফস্বলের একজন প্রতিবাদী যুবকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিপরীতে অভিনয় করবেন দেশের বাইরের একজন সুপারস্টার।

এ বিষয়ে সিয়ামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনই কিছু বলতে পারব না। পরিচালক সবচেয়ে ভালো বলতে পারবেন।’ তৌকীরের প্রযোজনা প্রতিষ্ঠান নক্ষত্র চলচ্চিত্র থেকে জানা গেছে, একটা চমক উপহার দিতে চান পরিচালক। এ জন্য এখনই সব জানাতে চান না। শিগগিরই এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন। আর সেখানেই খোলাসা করা হবে সব। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। টিটো রহমানের ছোটগল্প ‘বউ কথা কও’-এর অনুপ্রেরণায় নির্মিত হবে ছবিটি।মন্তব্য