kalerkantho


আড়াই মাস দেশের বাইরে

রংবেরং প্রতিবেদক   

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০আড়াই মাস দেশের বাইরে

গত বছর নভেম্বরের শেষ সপ্তাহে দেশ ছাড়েন শাকিব খান। হায়দরবাদে ‘নোলক’ ছবির শুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। মাঝখানে এক দিনের জন্য গোপনে দেশে এলেও আসেননি মিডিয়ার সামনে। থার্টিফার্স্ট কাটিয়েছেন কলকাতার বন্ধুবান্ধবের সঙ্গে। সেখানেই আছেন এখনো। ১০ জানুয়ারি কলকাতা থেকে যাবেন ব্যাংকক। সেখানে ‘আমি নেতা হবো’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির চারটি গানের শুটিং করবেন। ব্যাংকক থেকেই রওনা দেবেন অস্ট্রেলিয়া। সেখানে ‘সুপার হিরো’ ও ‘অপারেশন অগ্নিপথ’ ছবির শুটিং করবেন একটানা। ফলে প্রথমবারের মতো অন্তত আড়াই মাস দেশের বাইরে থাকতে হবে এই ‘হিরো দ্য সুপারস্টার’কে। হোয়াটসআপে শাকিব বলেন, ‘ক্যারিয়ারে আগে কখনো একটানা এত দিন দেশ ছেড়ে থাকিনি। একটু খারাপ তো লাগছেই। তবু পেশাদার অভিনেতা আমি। নির্মাতাদের শিডিউল দিয়েছি। চাইলেই সেই শিডিউল নষ্ট করে দেশে ফিরে যেতে পারি না। যদি কখনো ভিসা জটিলতা তৈরি হয়, কোনো ইউনিটের শুটিং ঝামেলা থাকে, তখন হয়তো দেশে ফিরব। নইলে অন্তত আড়াই মাস আমাকে বিদেশে থাকতে হবে।’মন্তব্য