kalerkantho

দাদুর সঙ্গে দুষ্টুমি!

রংবেরং ডেস্ক   

২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদাদুর সঙ্গে দুষ্টুমি!

হতে পারেন তিনি বলিউডের সুপারস্টার। কিন্তু নাতি-নাতনিদের কাছে তো সেই প্রিয় নানা কিংবা দাদা। আর নাতনিরা তো একটু মজা করতেই পারে তাদের সুপারস্টার দাদার সঙ্গে। সেই মজায় মজেছেন খোদ অমিতাভ বচ্চন। নাতনি আরাধ্যা বচ্চনের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, টায়রার মতো নিজের হেয়ারব্যান্ড দাদার মাথায় পরিয়ে দিয়েছে আরাধ্যা। তারপর অদ্ভুত দেখানোয় নিজেই নাকি হেসে উঠেছিলেন। অমিতাভের কথায়, ‘আমি এর থেকে আর বেশি কী চাইতে পারি?’ নতুন বছর উদ্‌যাপনে পুরো বচ্চন পরিবার হাজির হয়েছিল মুম্বাইয়ের ‘বিগ বি’র বাংলো ‘জলসা’য়। অমিতাভ নিজেই জানিয়েছেন, বাড়ির মধ্যে ওই জায়গাটাই তাঁর সবচেয়ে পছন্দ। টেবিলে খাবার সাজিয়েছিলেন স্ত্রী জয়া বচ্চন। পাশে ছিল নাতি-নাতনিরা।

মন্তব্য