kalerkantho


টিভি হাইলাইটস

২১ এপ্রিল, ২০১৭ ০০:০০টিভি হাইলাইটস

শব্দের শরীর

শব্দের শরীর

এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘শব্দের শরীর’। রচনা আহসান হাবিব সকাল, পরিচালনায় দীপু হাজরা। অভিনয়ে অপূর্ব, মৌটুসী বিশ্বাস, সাব্বির আহমেদ, জাফিয়া হক প্রমুখ।

বাবার মতো বড় লেখক হতে চায় টগর। খুব কম সময়ের মধ্যেই লেখক পরিচিতি পায় সে। পরে জানা যায়, লেখাগুলো তার নিজের নয়, স্ত্রী চারুর।

 

ইচ্ছে গানের দুপুর

দুপুর ২টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ফোনোলাইভ মিউজিক্যাল শো ‘ইচ্ছে গানের দুপুর’। আজকের পর্বে অতিথি গায়ক বেলাল খান। অনুষ্ঠানে নিজের গাওয়া ও সুর করা জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন তিনি। শোনাবেন শ্রোতাদের অনুরোধের গানও। উপস্থপনায় দিঠি চৌধুরী।

 

লাইফ অ্যাট দি এজ ১১৭

১৯ শতকে জন্ম নেওয়া এলিজাবেথকে আফ্রিকার সবচেয়ে বয়স্ক মহিলা হিসেবে গণ্য করা হয়। তিনি কেনিয়ার একটি উপজাতিপ্রধানের পঞ্চম স্ত্রী। সাংবাদিক প্রিসিলা কেনিয়ায় গেছেন এলিজাবেথের ১১৭তম জন্মবার্ষিকী পালন করতে। তথ্যচিত্রটি দেখা যাবে বিকেল ৪টায়, বিবিসি ওয়ার্ল্ড নিউজে।

 

চলো চলো

বলিউডের অন্যতম ব্যবসাসফল ছবি ‘লগান’। ব্রিটিশ আমলের গল্পের এই ছবি বানাতে পরিচালক আশুতোষ গোয়ারিকরকে ফিরে যেতে হয়েছিল দুই শ বছর আগে। সেই সময়কে তুলে আনতে কী কী করতে হয়েছিল জানিয়েছেন সহকারী সত্যজিৎ বাটকল। দেখা যাবে রাত ১০টা ৩০ মিনিটে, জি ক্লাসিকে।মন্তব্য