kalerkantho


আজ ঢাকার মঞ্চে নাসিরুদ্দিন শাহ

রংবেরং প্রতিবেদক   

২১ এপ্রিল, ২০১৭ ০০:০০আজ ঢাকার মঞ্চে নাসিরুদ্দিন শাহ

‘ইসমত আপা কে নাম’-এ রত্না পাঠক শাহ ও নাসিরুদ্দিন শাহ

আজ ঢাকার মঞ্চে অভিনয় করবেন উপমহাদেশের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে সন্ধ্যা ৭টায় নাটক ‘ইসমত আপা কে নাম’ মঞ্চায়ন করবে মুম্বাইয়ের দল মোটলি। নির্দেশনার পাশাপাশি নাটকটির অভিনয়েও আছেন এই বলিউড অভিনেতা। শোতে অংশ নিতে গতকাল স্ত্রী রত্না পাঠক শাহ ও কন্যা হিবা শাহকে নিয়ে ঢাকায় এসেছেন। জেট এয়ারওয়েজের একটি বিমানে করে ভারতের মুম্বাই থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছেছেন সকাল ১১টা ১০ মিনিটে। এরপর ঢাকার একটি পাঁচতারা হোটেলে ওঠেন ‘আ ওয়েনস ডে’ অভিনেতা। তবে কোন হোটেলে উঠেছেন তাঁরা, সেটা জানাতে রাজি হয়নি আয়োজক প্রতিষ্ঠান। ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম বলেন, ‘দেশের দর্শককে ভিন্ন রুচির বিনোদন দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি।’

নাটকে নাসিরুদ্দিনের সঙ্গে অভিনয়ও করবেন তাঁর স্ত্রী-কন্যা। দলের অন্য কলাকুশলীরা এসেছেন বুধবার। ভারতীয় লেখক ইসমত চুঘতাইয়ের তিনটি গল্প ‘চুই মুই’, ‘ঘরওয়ালী’ ও ‘মুঘল বাচ্চা’ অবলম্বনে ‘ইসমত আপা কে নাম’-এর মঞ্চরূপ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ। ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অস্তিত্বরক্ষার কাহিনি নিয়ে এই নাটক।মন্তব্য