kalerkantho


চলচ্চিত্র

২১ মার্চ, ২০১৭ ০০:০০চলচ্চিত্র

ভণ্ড নায়ক : অভিনয়ে আলেকজান্ডার, সাহারা, মিশা প্রমুখ। পরিচালনায় শাহাদাৎ হোসেন লিটন। সকাল ১০টা ২ মিনিট, মাছরাঙা টেলিভিশন।

গল্পসূত্র : সন্ত্রাসী মিশা সওদাগর। শহরে অপরাধজগতের নিয়ন্ত্রক। করিম পাটোয়ারী চাঁদা না দেওয়ায় খুন করে তাকে। কাওসারের বাড়ি দখল করতে দলিলে সই নিতে গিয়ে তার মেয়ের প্রেমে পড়ে মিশা। বিয়ের প্রস্তাব দেয় কাওসারকে। কাওসার মেনে নেয় না। শুরু হয় শত্রুতা।

 

দুই ভাই : অভিনয়ে উত্তম কুমার, বিশ্বজিৎ, সুলতা চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জি প্রমুখ। পরিচালনায় সুধীর মুখার্জি। ডিডি বাংলা, দুপুর ১২টা।

গল্পসূত্র : দুই ভাই কমল ও উত্পলের মধ্যে দারুণ বোঝাপড়া। সম্পত্তির লোভে চাচা দুই ভাইকে কৌশলে গ্রামের বাইরে পাঠিয়ে দেয়। উত্পল ছোট এক কারখানায় কাজ নেয়। ব্যস্ততার মধ্যেও ছোট ভাইয়ের খেয়াল রাখতে ভোলে না। পাশের বাড়ির সবিতা তাকে ভালোবাসলেও উত্পল তা নিয়ে মাথা ঘামায় না। অন্যদিকে রাজনীতিতে জড়িয়ে পড়ে কমল। এর মধ্যেই দুই ভাইয়ের জীবনে ঘটে এক দুর্ঘটনা।

 

ফাটা পোস্টার নিকলা হিরো : অভিনয়ে শহিদ কাপুর, ইলিনা ডি’ক্রুজ প্রমুখ। পরিচালনায় রাজকুমার সান্তোষী। জি সিনেমা, সকাল ১১টা ৫৬ মিনিট।

গল্পসূত্র : ছোটবেলা থেকে পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে বড় হওয়া বিশ্বাসের মাথায় হঠাৎ ভূত চাপে সিনেমার নায়ক হওয়ার। মুম্বাইয়ে এসে পুলিশের পোশাকে ফটোশুট করে ফেরার সময় পরিচয় হয় কাজলের সঙ্গে, যে তাকে সত্যি পুলিশ ভেবে ভুল করে। বিশ্বাসও ভুল ভাঙায় না। হঠাৎই বিশ্বাসের মা মুম্বাই হাজির হয়। পরিচয়সংকটে পড়ে বিশ্বাস।

 

ক্রেজি, স্টুপিড, লাভ : অভিনয়ে স্টিভ ক্যারেল, রায়ান গসলিং, জুলিয়ান মুর, এমা স্টোন প্রমুখ। পরিচালনায় গ্লেন ফিকারা ও জন রেকুয়া। ডাব্লিউবি, রাত ৯টা ৩০ মিনিট।

গল্পসূত্র : ভালো চাকরি, সুন্দরী স্ত্রী—সব মিলিয়ে বেশ ছিলেন মাঝবয়সী কাল ওয়েভার। বিপদ হলো যখন স্ত্রী হঠাৎ বিচ্ছেদ চাইল। নিঃসঙ্গ কাল কী করবে বুঝতে পারছিল না। বারে পরিচয় হলো জ্যাকবের সঙ্গে। সে-ই নতুন জীবনের সন্ধান দিল, শেখাল প্রেম করাও!মন্তব্য