kalerkantho


অবশেষে মুক্তি

রংবেরং ডেস্ক   

৮ মার্চ, ২০১৭ ০০:০০অবশেষে মুক্তি

‘এক্স-মেন’ সিরিজের নয়-নয়টি ছবিতে তিনি  ‘উলভারিন’। টানা ১৭ বছর ধরে করা এই চরিত্রটিকে দিয়েছেন এক আলাদা মাত্রা। অনেক দিন পর্যন্ত হয়তো ‘উলভারিন’ থেকে আলাদা করা যাবে না তাঁর নাম। সেই চরিত্রে শেষবারের মতো অভিনয়ও করে ফেললেন ‘লোগান’ ছবিতে। নিশ্চয়ই খারাপ লাগছে? হিউ জ্যাকম্যানের  উত্তর শুনে খানিক হকচকিত হতেই পারেন, ‘আরে আমি তো দারুণ খুশি। এখন আর উলভারিনের নখরে আহত হওয়ার কোনো ভয় নেই। এই লম্বা সময়ে অভিনয়ের সময় কতবার যে ঊরু কেটে গেছে এই ধাতব নখরে বলার নয়। মাঝেমধ্যে তো এমন সব নাজুক জায়গায় আঘাত পেয়েছি, যা আরেকটু হলে বিপজ্জনক হতে পারত। আর এই নখর চালানোর জন্য নিয়মিত প্রশিক্ষণও নিতে হতো। কারণ শুটিংয়ের সময় এটা দিয়ে মানুষজনকেও আঘাত করতে হয়েছে। এক ধরনের ভয় কাজ করলেও বড় কোনো বিপদ হয়নি শেষ পর্যন্ত।’    মন্তব্য