kalerkantho


যমজের বাবা

রংবেরং ডেস্ক   

৬ মার্চ, ২০১৭ ০০:০০যমজের বাবা

করণ জোহরের বাবা হওযার খবর শুনে প্রথমে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অনেকেই। কারণ পরিচালক এখনো ‘সিঙ্গল’। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেলে সত্যতা, করণ নিজেই নিশ্চিত করেন বাবা হওয়ার খবর। জানান, যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি। সারগোসি [স্ত্রী কোনো কারণে সন্তান জন্মদানে অক্ষম হলে তৃতীয়জনের মাধ্যমে সন্তান জন্মদান। একে গর্ভ ভাড়া নেওয়াও বলা হয়] পদ্ধতিতে মুম্বাইয়ের আন্ধেরির এক হাসপাতালে জন্ম হয় করণের ছেলে ও মেয়ের। নিজের বাবা ও মায়ের সঙ্গে মিলিয়ে করণ সন্তানের নাম রেখেছেন ইয়াশ ও রুহি। এক বিবৃতিতে পরিচালক জানিয়েছেন, বাবা হয়ে তিনি খুবই আপ্লুত বোধ করছেন। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা করণকে অভিনন্দন জানিয়েছেন।

তুষার কাপুরের পর করণ হলেন বলিউডের দ্বিতীয় ‘সিঙ্গল ফাদার’, যিনি সারগোসি পদ্ধতিতে বাবা হলেন। আগে একই পদ্ধতিতে শাহরুখের তৃতীয় সন্তান আব্রামেরও জন্ম হয়। এ ছাড়া আরো অনেক তারকাই এই পদ্ধতির আশ্রয় নেন।মন্তব্য