kalerkantho


‘ট্রাভেলার’ সাময়িকীর প্রচ্ছদ হয়েছেন প্রিয়াংকা চোপড়া

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০‘ট্রাভেলার’ সাময়িকীর প্রচ্ছদ হয়েছেন প্রিয়াংকা চোপড়া

‘ট্রাভেলার’ সাময়িকীর প্রচ্ছদ হয়েছেন প্রিয়াংকা চোপড়া। কিন্তু প্রশংসার বদলে জুটল সমালোচনা। কারণ প্রচ্ছদে তাঁর সাদা টি-শার্টের ওপর লেখা রিফিউজি, ইমিগ্র্যান্ট, আউটসাইডার ও ট্রাভেলার। এর প্রথম তিনটি লাল কালিতে কাটা, শুধু শেষেরটি দাগহীন। প্রচ্ছদটি প্রকাশ পাওয়া মাত্রই ভাইরাল হয়েছে। সমালোচকরা বলছেন এর মাধ্যমে অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রিয়াংকা


মন্তব্য