kalerkantho


পাঁচ মিনিটের ব্যাপার

রংবেরং ডেস্ক   

৮ অক্টোবর, ২০১৬ ০০:০০পাঁচ মিনিটের ব্যাপার

চরিত্রটি কেমন, অভিনয়ের কতটা জায়গা আছে, চ্যালেঞ্জিং কি না—নতুন চলচ্চিত্রে প্রস্তাব পাওয়ার পর প্রচলিত এ প্রক্রিয়া অনুসরণ করেন না ক্রিস্টেন স্টুয়ার্ট। সিদ্ধান্ত নিতে একটুও সময় নেন না, ‘সাধারণত পাঁচ মিনিটের বেশি সময় নিই না। রুমে বসে একটু ভাবি, তারপর জানিয়ে দিই। এতে কোনো সমস্যা যে হয়নি সেটা তো দেখতেই পাচ্ছেন [নিজের অভিনীত ছবিগুলোর দিকে ইঙ্গিত করে]। আমার পছন্দ খুব খারাপ না।’

‘টোয়ালাইট’ অভিনেত্রী আরো জানান, অন্য অনেক অভিনেতা-অভিনেত্রীর মতো নিজের সংলাপও মুখস্থ করেন না। ‘সংলাপ সম্পর্কে কোনো ধারণাই থাকে না আমার। উডি অ্যালানের ছবিতে অভিনয় করার সময়ও সংলাপ মুখস্থ করিনি। এটা আসলে আমাকে দিয়ে হয় না।’মন্তব্য