kalerkantho


ইমনের ছবি প্রযোজনায় ফারুকী

রংবেরং প্রতিবেদক   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ইমনের ছবি প্রযোজনায় ফারুকী

এবার অন্যের ছবি প্রযোজনা করতে যাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী।‘জালালের গল্প’ খ্যাত পরিচালক আবু শাহেদ ইমনের পরবর্তী ছবি‘অপদার্থ’ প্রযোজনা করবেন তিনি। ফারুকী বলেন, ‘ইমন দুর্দান্ত নির্মাতা। একজন নির্মাতা আরেকজন নির্মাতার ছবি প্রযোজনা করবে, এটাই স্বাভাবিক। তাহলে সবাই মিলে চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতে পারব। ছবিটির গল্প আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, ছবিটি সবার পছন্দ হবে, সমালোচকদেরও মন ভরাবে।’ ইমন বলেন, ‘ফারুকী ভাই আমার ছবি প্রযোজনা করছেন, একজন পরিচালক হিসেবে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। চেষ্টা করব কাজটাকে স্মরণীয় করে রাখতে।’


মন্তব্য