kalerkantho

মার খেলেন

রংবেরং ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মার খেলেন

এ বছর বেশ কয়েকবার কারণে-অকারণে ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। কয়েকজন ভক্তকে কিলঘুষি মারার রেকর্ডও আছে। সেই জাস্টিন বিবার নিজেই এবার মার খেলেন। ঘটনা দিন সাতেক আগের, জার্মানির মিউনিখের একটি নাইট ক্লাবে। ফাঁস হওয়া একটি ভিডিও ফুটেছে দেখা যাচ্ছে, ক্লাবের দরজা দিয়ে বের হচ্ছিলেন কানাডিয়ান গায়ক। সেখানেই কালো টি-শার্ট পরা ‘স্যরি’ গায়ককে কেউ একজন হাত দিয়ে আঘাত করছে। ভিডিওতে আঘাতকারীর মুখ দেখা যায় না। পরে আরেকজনের সহায়তায় ক্লাব থেকে বের হয়ে আসেন বিবার। তবে কেন ওই ব্যক্তি গায়ককে মারার চেষ্টা করেছিল সেটা জানা যায়নি।মন্তব্য