kalerkantho


সম্মানের বদলে ব্যঙ্গ-বিদ্রূপ

রংবেরং ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সম্মানের বদলে ব্যঙ্গ-বিদ্রূপ

২০১৪ সালে জাতিসংঘের ‘হি ফর শি’ প্রচারণার শুভেচ্ছা দূত হয়েছিলেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। প্রচারণার উদ্দেশ্য নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা। সে বছরই লিঙ্গবৈষম্য কমানোর আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ‘হ্যারি পটার’ অভিনেত্রী। দুই বছর পর এবারও একই বিষয় নিয়ে জাতিসংঘে ভাষণ দিলেন। তিনি বলেন, ‘আপনারা নারীদের এটা বলুন যে তাদের মস্তিষ্কের ক্ষমতাও কার্যকর।’ কিন্তু প্রশংসার বদলে এবারের ভাষণ নিয়ে সমালোচনা শুনতে হচ্ছে ২৬ বছর বয়সী এই অভিনেত্রীকে। সাংবাদিক, কলাম লেখক থেকে শুরু করে অনেকেই বলছেন, কোনো প্রস্তুতি না নিয়ে গতানুগতিক বক্তব্য দিয়ে তিনি শুধু বিরক্তিই তৈরি করেছেন। লেখক লুইসি রিডলি টুইট করেছেন, ‘বিরক্তিকর, ঘ্যানঘেনে ব্যাপার। কত দিন ধরে এই একই জিনিস শুনে যাচ্ছি। এমন গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে কথা বললে গঠনমূলক কিছু বলা উচিত।’মন্তব্য