kalerkantho


জিয়াকে হত্যা করা হয়!

রংবেরং ডেস্ক   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০আত্মহত্যা ধরে নিয়ে তিন বছর ধরে চলা চাঞ্চল্যকর মামলা এবার নতুন মোড় নিল। তদন্ত করে ব্রিটিশ ফরেনসিক বিশেষজ্ঞের সিদ্ধান্ত—আত্মহত্যা নয়, হত্যার পর ঝুলিয়ে দেওয়া হয়েছিল জিয়া খানকে, যা এত দিন ধরে চলে আসা তদন্তকে প্রশ্নের মুখে ফেলেছে। ভারতের বিশেষজ্ঞরা শুরুতেই বলে দিয়েছিলেন, এটা আত্মহত্যা। সেইমতো মামলাও সাজানো হয়। প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় জিয়ার প্রেমিক সুরজ পাঞ্চোলিকে। কিন্তু তাঁর বিরুদ্ধে কিছুই প্রমাণ করা যায়নি। সুরজ জামিনে মুক্ত হয়েছেন, বলিউডে অভিষেকও হয়েছে। পুরো তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই খুশি ছিলেন না জিয়ার মা। তিনি এই ব্রিটিশ বিশেষজ্ঞকে নিয়োগ করেন। তিনি সেই সময়ের সিসিটিভি ফুটেজ, মৃতদেহ, ঘটনাক্রম ইত্যাদি তথ্য থেকে মনে করছেন, অভিনেত্রীকে হত্যা করা হয়েছে। জিয়ার ঠোঁটের ক্ষত আর ফাঁসের দড়ি থেকেই মূলত তাঁর এই সিদ্ধান্ত। বিশেষজ্ঞের মতে, আত্মহত্যার আগে ঠোঁটে দাগ লাগা নয়, বরং এটা ঘুষির দাগ। আর গলায় নিজে ওড়না পরালে এমন দাগ হওয়ার কথা নয়, যেমনটা জিয়ার আছে। বিদেশি বিশেষজ্ঞের এই মতামতের পর তদন্ত কোন পথে যাবে এখনো বোঝা না গেলেও এই খবরে সুরজ পাঞ্চোলির মা এরই মধ্যে উদ্বেগ জানিয়েছেন।মন্তব্য