kalerkantho


এক বেন দুই জেনিফার

রংবেরং ডেস্ক   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০এক বেন দুই জেনিফার

একের পর এক নাটকীয় ঘটনার জন্ম দিয়ে এক বছর আগেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন বেন অ্যাফ্লেক-জেনিফার গার্নার। কিন্তু এখনো আইনসিদ্ধ হয়নি তাঁদের বিচ্ছেদ। ‘বেনিফার’ দম্পতিকে নিয়ে হলিউডের ম্যাগাজিনগুলো এখনো লিখে যাচ্ছে ‘গুজবনামা’। গুজবের নেপথ্যে আরেক জেনিফার—জেনিফার লোপেজ। গার্নারকে বিয়ের আগে দুই বছর [২০০২-০৪] বেন প্রেম করেছেন লোপেজের সঙ্গে। বিয়ের পরও জীবনের ‘আসল’ জেনিফারকে ভুলতে পারেননি বেন। দুই বছর আগে অস্কারপরবর্তী এক পার্টিতে লোপেজের সঙ্গে রীতিমতো প্রেমালাপ জমিয়েছেন বেন। সেখানে ছিলেন গার্নারও। বেন-গার্নার দম্পতির সংসারে আগুন লাগে তখনই। সম্প্রতি বয়ফ্রেন্ড ক্যাসপার স্মার্টের সঙ্গে সম্পর্ক গুটিয়ে নিয়েছেন লোপেজ। দুয়ে দুয়ে চার মেলানোর জন্য আর কী লাগে! বেন-লোপেজের পুনর্মিলনের প্রাথমিক প্রস্তুতির জন্যই নাকি এই সম্পর্কচ্ছেদ। সর্বশেষ বোমাটা ফাটাল ম্যাগাজিন ‘স্টার’। বেনের জন্মদিন উদ্যাপন করতে গত বছর মন্টানা গিয়েছিলেন বেন-গার্নার। তখন নাকি লুকিয়ে লুকিয়ে লোপেজের সঙ্গে মোবাইলে মেসেজ আদান-প্রদান করেছেন বেন। একের পর এক মেসেজের রিংটোনে বিরক্ত গার্নার জিজ্ঞেস করেও সদুত্তর পাননি বেনের কাছ থেকে। বেন ঘুমিয়ে পড়লে মোবাইল হাতে নেন গার্নার। পুরনো প্রেমিকার সঙ্গে স্বামীর অন্তরঙ্গ আলাপ দেখে ভীষণ খেপেছেন গার্নার। বিচ্ছেদের সিদ্ধান্ত নাকি সেদিনই নিয়েছেন।মন্তব্য