kalerkantho


জেমসের এমপ্লিফাইড

রংবেরং প্রতিবেদক   

১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০জেমসের এমপ্লিফাইড

শ্রোতাদের আনন্দ দিতে প্রায় প্রতি ঈদেই গান নিয়ে টিভি চ্যানেলে হাজির হন নগরবাউল খ্যাত জেমস। এবারও তিনটি চ্যানেলে শোনা যাবে তাঁর কণ্ঠ। তালিকায় সর্বশেষ যোগ হয়েছে দীপ্ত টিভির ‘এমপ্লিফাইড’। ঈদের দ্বিতীয় দিন রাত ১২টায়। নিজের সেরা গানগুলো নিয়ে হাজির হবেন জেমস। এর মধ্যে কয়েকটি গান থাকবে, যেগুলো তিনি সাধারণত করেন না—‘মধ্যরাতের ডাকপিয়ন’, ‘জানালা ভরা আকাশ’, ‘বেদুঈন’ প্রভৃতি। জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন জানান, অনুষ্ঠানটির রেকর্ডিং এরই মধ্যে শেষ হয়েছে।

ঈদে জেমসের অন্য দুটি অনুষ্ঠান এনটিভির লাইভ ‘লিভিং লিজেন্ড’ এবং গানবাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্জ’। শেষ অনুষ্ঠানটিতে জেমস গাইবেন দুটি গান—‘তারায় তারায়’ ও ‘মীরাবাঈ’।মন্তব্য