kalerkantho


বিনা পয়সার নায়িকা

রংবেরং প্রতিবেদক   

২০ মার্চ, ২০১৬ ০০:০০বিনা পয়সার নায়িকা

দিলশাদুল হক শিমুলের ‘লিডার’ ছবিতে অভিনয় করছেন মৌসুমী। এর মধ্যে ছবিটির বেশির ভাগ কাজ শেষ। শুটিং হয়েছে সিলেটের বিভিন্ন লোকেশনে। খুব শিগগির মুক্তি দেবেন বলেও জানান পরিচালক। তবে সম্প্রতি ‘লিডার’ নিয়ে সবাইকে চমকে দিয়েছেন মৌসুমী। ছবিটির জন্য নাকি এক টাকাও পারিশ্রমিক নেননি এই অভিনেত্রী। মৌসুমী বলেন, ‘আগের মতো নিয়মিত কাজ করি না। অপেক্ষায় থাকি ভালো কোনো চরিত্রের জন্য। শিমুলের কাছে গল্প শুনেই ঠিক করেছিলাম ছবিটি বিনা পারিশ্রমিকে করে দেব। চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। এই প্রথম নেত্রীর ভূমিকায় দর্শক আমাকে পর্দায় দেখবে। শিমুল আমাকে নতুন একটি চরিত্র উপহার দেওয়ায় আমিও তাঁকে পারিশ্রমিক না নিয়ে খুশি করেছি।’ ‘লিডার’ ছবিতে মৌসুমী ছাড়াও আছেন ওমর সানী ও ফেরদৌস।মন্তব্য