kalerkantho


আগে বাবা পরে প্রেমিক

রংবেরং প্রতিবেদক   

৫ মার্চ, ২০১৬ ০০:০০নায়ক ফেরদৌস প্রযোজিত ‘পোস্টমাস্টার ৭১’ এখন মুক্তির অপেক্ষায়। আবির খান ও রাশেদ শামীমের এই ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, আল মনসুর, নিঝুম রুবিনা, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। ছবিতে ফেরদৌসের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নিঝুম রুবিনা। পর্দার এই বাবা-মেয়ে তাঁদের পরের ছবি ‘মেঘকন্যা’য় হয়েছেন প্রেমিক-প্রেমিকা। সম্প্রতি বান্দরবানে ছবিটির রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নিয়েছেন ফেরদৌস ও নিঝুম রুবিনা। ফেরদৌস বলেন, ‘সবই চিত্রনাট্যের কারসাজি। চিত্রনাট্যে ছিল তাই বাবা হয়েছি, পরে প্রেমিকও হয়েছি। নতুন কোনো ছবিতে যদি রুবিনার সঙ্গে অভিনয় করি, সেখানে যদি চিত্রনাট্য ডিমান্ড করে হয়তো আমি তার ছেলের চরিত্রেও অভিনয় করব। হা হা হা।’মন্তব্য