kalerkantho


শাহরুখের গালে চড়

রংবেরং ডেস্ক   

৩ মার্চ, ২০১৬ ০০:০০শাহরুখের গালে চড়

ভরা ট্রেন। নিজের টিকিট দেখিয়ে নির্দিষ্ট আসনটি ছেড়ে দেওয়ার জন্য এক মহিলাকে অনুরোধ করলেন শাহরুখ খান। আর তাতেই সপাটে শাহরুখের গালে চড় মারলেন মহিলা। না, শাহরুখের নতুন বা পুরনো কোনো ছবির দৃশ্য নয় এটি, পুরোটাই বাস্তব। তবে সময়টা বর্তমানের নয়। মানে শাহরুখ তখনো সুপারস্টার হননি আর কি। কাজের খোঁজে হাজির হয়েছিলেন মুম্বাইয়ে। সেই সময়ে ঘটা এ ঘটনাই সমপ্রতি ভক্তদের জানালেন ‘দিলওয়ালে’ তারকা।

বিস্তারিত না হয় তাঁর মুখেই শোনা যাক, “প্রথম মুম্বাইয়ে এসে ট্রেনে চড়েছিলাম। ওটা যে লোকাল ট্রেন তা জানতাম না। তো ট্রেনে উঠে দেখি, সবাই সিটে বসে আছেন। বললাম, আমার আসন ছেড়ে দিন। টিকিট কেটে এটা বুক করেছি। সেখানে একজন মহিলা বসেছিলেন। তাঁকে বললাম, আপনি বসতে পারেন, কিন্তু কোনো পুরুষকে এখানে বসতে দেব না। তখন ওই মহিলা উঠে দাঁড়িয়ে সপাটে চড় মেরে বসলেন। তারপর বলেন, এটা লোকাল ট্রেন। তাই এ আসনটা সবার।”

এত দিন পর চড় খাওয়ার স্মৃতি মনে করতে গিয়েই কি না নিজের গালে হাত বুলিয়ে নিতেও ভুললেন না কিং খান।মন্তব্য