kalerkantho


এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে চিরকুট

রংবেরং প্রতিবেদক   

৩ মার্চ, ২০১৬ ০০:০০এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে চিরকুট

এক মাসেরও বেশি সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে ‘চিরকুট’। ৭ অথবা ৮ মার্চ দেশটির উদ্দেশে রওনা দেবে ব্যান্ডটি। দেশে ফিরবে ১২ এপ্রিল। এই সময়টায় যুক্তরাষ্ট্রে মোট সাতটি অনুষ্ঠানে অংশ নেবে চিরকুট। ১২ মার্চ তাদের প্রথম শো ডালাসে। সেখানে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ শিরোনামের অনুষ্ঠানে গাইবে তারা। ১৪ মার্চ তাদের লাইভ শোনা যাবে অস্টিনের আগামী টিভিতে। ১৭ মার্চ গাইবে অস্টিনের রাশিয়ান হাইসে ‘এসএক্সএসডাব্লিউ ২০১৬’ অনুষ্ঠানে। তাতে অংশ নেবে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩০০টি গানের দল। এ ছাড়া ২৬ মার্চ ফ্লোরিডা, ৩ এপ্রিল নিউ ইয়র্ক এবং ১০ এপ্রিল আটলান্টায় গান পরিবেশন করবে চিরকুট।

 ব্যান্ডের ভোকাল ও গীতিকার শারমীন সুলতানা সুমী বলেন, ‘অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে শোগুলোর অফার আসছিল। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এনে এবার যাচ্ছি। গাওয়ার পাশাপাশি ফ্রি সময়টায় সেখানকার দর্শনীয় স্থানগুলোতে সবাই মিলে ঘুরে বেড়াব। আশা করি, সময়টা ভালোই উপভোগ্য হবে।’মন্তব্য