kalerkantho


নোবেল বিজয়ীকে ‘ইত্যাদি’র দর্শকদের শুভেচ্ছা

২ মার্চ, ২০১৬ ০০:০০ নোবেল বিজয়ীকে ‘ইত্যাদি’র দর্শকদের শুভেচ্ছা

শিশু অধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থীর সঙ্গে দেখা করেছেন গণমাধ্যমকর্মী ও উপস্থাপক হানিফ সংকেত। ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাঁরা একসঙ্গে মিলিত হন। হানিফ সংকেত বলেন, ‘‘শিশু অধিকার নিশ্চিত করার জন্য আমাদের এখানে কৈলাশ সত্যার্থীর ‘বাচপান বাঁচাও আন্দোলন’-এর মতো কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত। এই মুহূর্তে আমাদের দেশে শিশু নির্যাতন একটি বড় সমস্যা। সবাইকে সম্মিলিতভাবে এই শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসতে হবে।’’ হানিফ সংকেতের মাধ্যমে এই নোবেল বিজয়ী ‘ইত্যাদি’র দর্শকদের শুভেচ্ছা জানান।

 মন্তব্য