kalerkantho

সিরাজগঞ্জে অধ্যক্ষের কক্ষে তালা

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ হাজী আহমাদ আলী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ সামছুল আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তাঁরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। শনিবার সকালে মাদরাসা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন প্রভাষক আমিনুল ইসলাম, রুহুল আমীন, অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ। বক্তারা জানান, ২০০৩ সালে সামছুল আলম মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পান। এর পর থেকে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় তিনি সীমা ছাড়িয়ে গেছেন। তাই তাঁরা তাঁর বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন। এ সময় তাঁরা অধ্যক্ষের অপসারণ দাবি করেন। এর আগে গত ৯ মার্চ কামিল পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের দায়ে সামছুল আলমকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্য